বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৮ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

বন্ধু দিবসে কাকে শুভেচ্ছা জানালেন পরীমণি?

আপডেট : ০৭ আগস্ট ২০২২, ২১:৩২

মা হতে যাচ্ছেন আলোচিত চিত্রনায়িকা পরীমণি। অনাগত সন্তানের জন্য অধীর অপেক্ষায় প্রহর গুনছেন তিনি। পাশাপাশি অনাগত সন্তানের জন্য কেনাকাটা করে ঘরভর্তি করছেন।

আগস্ট মাসের প্রথম রবিবার বন্ধুত্ব দিবস পালিত হয়। সেই অনুযায়ী, আজ (৭ আগস্ট) বন্ধুত্ব উদযাপনের দিন। বিশেষ দিনটিতে নিজের সবচেয়ে কাছের মানুষটির প্রতি ভালোবাসা জানিয়েছেন পরীমণি। তার সেই হৃদয়ের মানুষটি আর কেউ নন, স্বামী শরিফুল রাজ।

ফেসবুকে পরীমণি লিখেছেন, ‘হ্যাপি ফ্রেন্ডশিপ ডে রাজ। আমার সকল ব্যাথার কথা আমি খুব সহজেই তোমার কাছে দ্বিধাহীন বলতে পারি। কত অল্প সময়ে হৃদয়ের সবথেকে কাছের মানুষটা আমার; আমি তোমাকে অনেক ভালোবাসি।’

এদিকে গত বুধবার (৩ আগস্ট) পরীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে স্ত্রীর প্রতি ভালোবাসার কথা জানিয়েছিলেন শরিফুল রাজ। তিনি লেখেন, ‘তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমার জীবন সম্পূর্ণরূপে বদলে গেছে। আমরা যখন বিয়ে করেছি, তখন থেকেই আমাদের জীবনের সবচেয়ে সুন্দর ধাপ শুরু করেছি। যেখানে আমাদের ভালোবাসা আরও শক্তিশালী হয়েছে।’

রাজ আরও লেখেন, ‘মুগ্ধ হয়ে তোমার প্রশংসা করি। তোমার উপস্থিতি ও ভালোবাসা দিয়ে আমার জীবনকে আশীর্বাদপুষ্ট করার জন্য তোমাকে ধন্যবাদ, পরী।’

প্রসঙ্গত, ঢালিউডের রোমান্টিক দম্পতি রাজ-পরী। একসঙ্গে পথচলার শুরু থেকেই নিজেদের মুহূর্তগুলো রঙিন করে তুলেছেন তারা। তাদের দুষ্টু, মিষ্টি কিংবা আবেগমাখা কর্মকাণ্ড বরাবরই ভক্তদের নজর কেড়েছে। অন্তর্জালে তাদের বিভিন্ন মুহূর্তের ছবি দেখে প্রেমের আকুতি জেগেছে নেটিজেনদের মনে। আপাতত দুই থেকে তিন হওয়ার অপেক্ষায় এই দম্পতি।

ইত্তেফাক/বিএএফ