শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সুজানগরে ভূতুড়ে বিদ্যুৎ বিলে গ্রাহকরা দিশেহারা

আপডেট : ০৮ আগস্ট ২০২২, ১৬:০০

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ নিয়ন্ত্রিত সুজানগর আঞ্চলিক অফিসের গ্রাহকরা ভূতুড়ে বিদ্যুৎ বিলের কবলে দিশেহারা হয়ে পড়েছেন। প্রায় প্রতি মাসেই ঐ অফিসের আওতাধীন হাজার হাজার বিদ্যুৎ গ্রাহক লাখ লাখ টাকা ভূতুড়ে বিল পরিশোধ করছেন। এতে ঐ সমিতি লাভবান হলেও বিদ্যুৎ গ্রাহকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভুক্তভোগী গ্রাহকরা ঐ আঞ্চলিক অফিসসহ স্থানীয় অভিযোগ কেন্দ্র এবং এরিয়া অফিসে অভিযোগ করেও কোনো ফল পাচ্ছেন না।

ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহক আব্দুল কুদ্দুস জানান, বিদ্যুৎ রিডিং নেওয়ার নির্দিষ্ট তারিখ অনুযায়ী গত জুলাই মাসে তিনি বিদ্যুৎ ব্যবহার করেছেন ১৫০ ইউনিট। কিন্তু অতিরিক্ত ৫০ ইউনিট ভূতুড়ে বিল যোগ করে তাকে ঐ মাসে বিদ্যুৎ বিল দেওয়া হয়েছে ২০০ ইউনিট। 

এ ব্যাপারে ঐ আঞ্চলিক অফিসের ডিজিএম সাহিদুল ইসলাম বলেন, ভুতুড়ে বিলের বিষয়ে গ্রাহকরা সুনির্দিষ্ট অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/এআই