কেরানীগঞ্জে ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে এক তরুণীসহ দুই জনকে আটক করেছে র্যাব। গত মঙ্গলবার দুপুরে আগানগর আবাসিক এলাকা থেকে র্যাব (১০) তাদের আটক করে।
এরা হলেন ডিবি পুলিশ পরিচয়দানকারী ফরহাদ হোসেন ও সাংবাদিক পরিচয়দানকারী রিনা আক্তার। এ সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে সাংবাদিক পরিচয়দানকারী আরো দুই জন পালিয়ে যায়। আটককৃতদের কাছ থেকে ভুয়া আইডি কার্ডসহ তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোনসেট জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, সংঘবদ্ধ চক্রটি ডিবি পুলিশ ও সাংবাদিক পরিচয়ে আগানগর নদীধারা আবাসিক এলাকায় মাদক স্পট ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেওয়ার সময় ভুক্তভোগী ও স্থানীয়দের সহায়তায় চার জনকে আটক করে। পরবর্তীকালে কৌশলে দুই জন পালিয়ে যায়। বাকি দুই জনকে র্যাবের হাতে তুলে দেওয়া হয়। এ ব্যাপার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ মামলা হয়েছে।