বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

থাইল্যান্ডে আশ্রয় নিচ্ছেন গোতাবায়া

আপডেট : ১১ আগস্ট ২০২২, ১৩:২০

শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবার সিঙ্গাপুর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক দেশ থাইল্যান্ডে আশ্রয় নিতে চাইছেন। বৃহস্পতিবার (১১ আগস্ট) তিনি থাইল্যান্ডে পৌঁছতে পারেন। সংশ্নিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গোটাবায়া অস্থায়ীভাবে থাইল্যান্ডে আশ্রয় নিতে চাইছেন। এর আগে গত ১৪ জুলাই সিঙ্গাপুরে পৌঁছানোর পরপরই শ্রীলঙ্কার পার্লামেন্ট স্পিকারের কাছে ই-মেইলে পদত্যাগপত্র পাঠান রাজাপাকসে। ১৫ জুলাই দেশটির পার্লামেন্টে আনুষ্ঠানিকভাবে তাঁর পদত্যাগপত্র গৃহীত হয়।

নজিরবিহীন অর্থনৈতিক সংকটের মুখে থাকা শ্রীলঙ্কায় ব্যাপক বিক্ষোভের মুখে গত ১৩ জুলাই মালদ্বীপে পালিয়ে যান গোতাবায়া। এক দিন পর সেখান থেকে সিঙ্গাপুর যান।

এদিকে, বিদ্যুতে নজিরবিহীন শুল্ক্ক বাড়িয়েছে শ্রীলঙ্কা। সরকারি নিয়ন্ত্রক সংস্থা পাবলিক ইউটিলিটি কমিশন অব শ্রীলঙ্কা (পিইউসিএসএল) এক ধাক্কায় বিদ্যুতের শুল্ক্ক বাড়িয়েছে ২৬৪ শতাংশ।

ইত্তেফাক/টিআর