শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মহানগর যুবদল নেতা গ্রেপ্তার

আপডেট : ১২ আগস্ট ২০২২, ২২:১৫

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহসভাপতি রানা মুজিবকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানার পুলিশ। শুক্রবার দুপুরে ফতুল্লার মাসদাইরস্থ কমিশনার খোরশেদ আলম খন্দকারের কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

রানা ফতুল্লা মডেল থানার মাসদাইর তালা ফ্যাক্টরির মৃত হাজী হোসেন প্রধানের ছেলে। তার বিরুদ্ধে দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। 

ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক সিরাজ মাতাব্বুর জানান, রানার বিরুদ্ধে সদর থানায় দায়ের করা দুটি নাশকতার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। শুক্রবার দুপুর ১টার দিকে মাসদাইরস্থ কমিশনার খোরশেদের কার্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। 

 

ইত্তেফাক/ইউবি