ব্যালন ডি’অর-এর জন্য ৩০ সদস্যের তালিকা প্রকাশিত হয়েছে। এর পর তিনজনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হবে। আর আগামী ১৭ অক্টোবর ফরাসি ফুটবল ম্যাগাজিনের এই মর্যাদাকর পুরস্কারের বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকা: থিবাট কুর্তোয়া, রাফায়েল লিও, ক্রিস্টোফার এনকুকু, মোহাম্মদ সালাহ, জশুয়া কিমিচ, ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড, ভিনিসিয়াস জুনিয়র, বার্নার্ন্ডো সিলভা, লুইস দিয়াস, রবার্ট লিওয়ানোদোস্কি, রিয়াদ মাহারেজ, ক্যাসেমিরো, সন হেয়াং মিন, ফ্যাবিনহো, করিম বেনজেমা, মাইক মাইগনান, হ্যারি কেন, ডারউইন নুনেজ, ফিল ফোডেন, সাদিও মানে, সেবাস্তিয়ান হলার, লুকা মদ্রিচ, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, এন্টিনিও রুডিগার, কেভিন ডি ব্রুইনা, দুসান ভ্ল ভøাহোভিচ, ভার্জিল ফন ডাইক, হুয়াও ক্যান্সেলো, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং ব্রত হালান্ড।