রোববার, ২৬ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ফেসবুক থেকে বেট উইনারের পোস্ট ডিলেট করলেন সাকিব

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১৪:০৪

বিপাকে পড়ে ফেসবুক থেকে বেট উইনারের পোস্ট ডিলেট করেছেন সাকিব আল হাসান। শুক্রবার মধ্যরাতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে তিনি এই পোস্ট ডিলেট করেন।

চুক্তি বাতিল করলেও সাকিবের ফেসবুকে শোভা পাচ্ছিল বেট উইনাইর ও বেট উইনার নিউজের লোগো সম্বলিত ব্যাট, প্যাড ও জার্সি পড়া ছবি। সেটি অবশ্য আজ শনিবার ডিলেট করেছেন তিনি।

বেট উইনারের অঙ্গ প্রতিষ্ঠান বেট উইনার নিউজের সঙ্গে চুক্তি করে আবারও আলোচনায় সাকিব আল হাসান। একটি বেটিং প্রতিষ্ঠানের সঙ্গে তার মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের অনুমতি না নিয়ে চুক্তি করাটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ভালোভাবে নেয়নি।  বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গণমাধ্যমকে বলেন- সাকিবকে হয় বেট উইনার ছাড়তে হবে, না হলে ক্রিকেট ছাড়তে হবে। তাকে যেকোনো একটা বেছে নিতে হবে।   এমন হুমকি শোনার পর সঙ্গে সঙ্গে বোর্ডের কাছে চুক্তি বাতিলের বিষয়টি বৃহস্পতিবার মৌখিকভাবে জানান সাকিব। এরপর ওইদিন রাতেই চুক্তি বাতিলের লিখিত চিঠিও দেন সাকিব।

আজ শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে সাকিবের সাক্ষাৎ করার কথা রয়েছে।

ইত্তেফাক/ ইউবি