শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ডেঙ্গু আক্রান্ত আরও ৯২ জন হাসপাতালে

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১৮:৪৯

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (১৩ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

এর আগে, শুক্রবার (১২ আগস্ট) ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হলেও ৫৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৯২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকার ৮৯ জন এবং ঢাকার বাইরে ৩ জন চিকিৎসা নিচ্ছেন।

বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৫৫ জন চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ২৭৪ জন এবং ঢাকার বাইরে ৭১ জন চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছর এখন পর্যন্ত ৩ হাজার ৬৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৭২ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১৬ জন।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। এরমধ্যে ১০৫ জনের মৃত্যু।

ইত্তেফাক/এমএএম