শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

তীব্র বাতাসে ধসে পড়লো সংগীত মঞ্চ, হতাহত ৪০ 

আপডেট : ১৩ আগস্ট ২০২২, ২১:৪১

স্পেনের ভ্যালেন্সিয়ার কাছে শনিবার (১৩ আগস্ট) একটি সংগীত উৎসবের মঞ্চের কিছু অংশ ধসে পড়ে। এতে অন্তত এক জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৪০ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে প্রতিবেদনে বলা হয়েছে। খবর বিবিসির। 

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ভোর ৪টা ১৮ মিনিটে ভ্যালেন্সিয়ার কাছে কুলেরা শহরের মেডুসা ফেস্টিভ্যালে এই ঘটনা ঘটে। তীব্র বাতাসের কারণে এই দূর্ঘটনা ঘটেছে। 

ফেসবুক বার্তায় আয়োজকরা বলেন, আজ সকালের ঘটনায় আমরা পুরোপুরি বিধ্বস্ত এবং শোকাহত। 

পরবর্তীতে এই উতসব বাতিল করা হয়েছে বলে খবরে বলা হয়েছে। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, নিহত ওই ব্যক্তির বয়স ২০ বছর। প্রত্যক্ষদর্শীরা জানান, হুট করে এক বালি ঝড় উৎসবস্থলে আঘাত হানে। 

ইত্তেফাক/এসআর