‘আ মার হয় নাই|’ শিপ্রা বলল| ফোনে ব্যস্ত মাস্টার আধা চিন্তাগ্রস্ত
হলো| হোয়াটসঅ্যাপে মত্স্য অফিসারকে লিখল, ‘শিপ্রার হয় নাই|’
মত্স্য অফিসার চিন্তাগ্রস্ত হলো| ডাইরেক্ট কল দিল ফরিদকে, ‘মাস্টারের বউয়ের হয় নাই|’
চিন্তাগ্রস্ত ফরিদ কল দিল ঢাকায়, ‘এই মাস্টারের বউয়ের তো হয় নাই|’
ঢাকা বাংলাদেশের রাজধানী| ইহা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্হিত| স্কুল লাইফে তারা ট্রান্সলেশন করেছে| সেই বুড়িগঙ্গা বক্ষের এক রকেট জাহাজ থেকে কল গেল অস্ট্রেলিয়ায়|
‘ওরে ভাই, মাস্টারের বউয়ের তো হয় নাই|’
ভাই হলো বাপি| অস্ট্রেলিয়ায় থাকে|
আমেরিকায় আর আর আর থাকে| রায়হান রফিক রাজু|
আফ্রিকায় কে জি এফ থাকে| কাজী গিয়াস ফারুক|
ইউরোপে বাহুবলী থাকতে পারত, তা না মুতাসিম সুখাইরা থাকে| সুখাইরের জন্ম যে মুতাসিমের|
এন্টার্কটিকায় তাদের কেউ নাই|
চিন্তাগ্রস্ত বাপি কল দিল আর আর আর-কে, ‘মাস্টারের বউয়ের তো হয় নাই, শুনছিস?
আর আর আর শুনল| চিন্তাগ্রস্ত হলো, ভিডিও কল দিল কে জি এফ-কে, ‘মাস্টারের বউয়ের হয় নাই|’
কে জি এফ চিন্তাগ্রস্ত হয়ে নিউজ দিল মুতাসিম সুখাইরাকে|
‘মাস্টারের বউয়ের নাকি হয় নাই|’
আড়াই মিনিটে এন্টার্কটিকা ছাড়া পৃথিবীর ছয় মহাদেশ একসঙ্গে চিন্তাগ্রস্ত হলো|
শিপ্রার হয় নাই! শিপ্রার হয় নাই!
শিপ্রার কী হয় নাই?
শিপ্রা বলল, ‘এই ফোন রাখো তো| কথা শোনো|’
চিন্তাগ্রস্ত মাস্টার তাকাল|
শিপ্রা বলল, ‘রিপোর্ট দিছে| আমার করোনা হয় নাই|’
অ| অ-অ-অ| মাস্টার ধাতস্হ হলো|