শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আর্মেনিয়ার রাজধানীতে শক্তিশালী বিস্ফোরণ, ধ্বংসাবশেষে বহু আটকা  

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৭:৩৯

আর্মেনিয়ার রাজধানী ও বৃহত্তম শহর ইয়েরেভানের এক বড় বাজারে রবিবার (১৪ আগস্ট)  শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এতে বাজারে আগুন ধরে যায় এবং অনেক লোক ধ্বংসাবশেষের নিচে আটকা পড়েছে। দেশটির সরকারি মন্ত্রণালয় ও সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল- জাজিরা। 

আর্মেনিয়ার জরুরি পরিষেবার বরাত দিয়ে সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স বলছে, সুরমালু খুচরা বাজারের এক ভবনে এই বিস্ফোরণ ঘটে। এটি ইয়েরেভানের কেন্দ্র থেকে প্রায় দুই কিলোমিটার দক্ষিণে। এই বাজারে আতশবাজি বিক্রি হয়। 

তবে এই শক্তিশালী বিস্ফোরণের কারণ এখন পর্যন্ত জানা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। 

দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয় বলেছে, ঘটনাস্থলে ১০টি অগ্নিনির্বাপক ট্রাক রয়েছে এবং আরও ১০টি অগ্নিনির্বাপক ট্রাক বাজারে যাওয়ার পথে। 

সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিও ও ছবিতে ওই বাজারের উপরে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে এবং পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায়। শহরের মেয়রের বরাত দিয়ে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ধ্বংসাবশেষে অনির্দিষ্ট সংখ্যক লোক আটকা পড়েছে। 

ইত্তেফাক/এসআর