বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

কক্সবাজারে সড়ক দুর্ঘটনা রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ১৮:০০

কক্সবাজারে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রবিবার (১৪ আগস্ট) দুপুরে চালানো অভিযানে ২ টি মামলা ও ৫ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, মোবাইল কোর্ট পরিচালনাকালে ওভারস্পিড নিয়ন্ত্রণ, ফিটনেস ও রুট পারমিটবিহীন গাড়ি চলাচল বন্ধ, মহাসড়কে নসিমন, করিমনসহ অবৈধ থ্রি-হুইলার বন্ধ, আন্তঃজেলা রুটে ভাড়া বেশী আদায় বন্ধে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান ও জরিমানার আওতায় আনা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ানের নেতৃত্বে পরিচালিত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) জিল্লুর রহমান, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কক্সবাজার সার্কেলে মোটরযান পরিদর্শক আরিফুল ইসলাম অন্যান্যরা উপস্থিত ছিলেন।  

ইত্তেফাক/এমএএম