বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিশেষ দিবসে ‘গেরিলা’

আপডেট : ১৪ আগস্ট ২০২২, ২০:৪৯

দেশের মতো ওপার বাংলার সিনেপ্রেমীদের কাছে সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। ধারাবাহিকভাবে তিনি কাজ করছেন দুই ইন্ডাস্ট্রিতে। কিছুদিন পরপর প্রেক্ষগৃহে দেখা মেলার পাশাপাশি টিভিতে হাজির হন তিনি।

সেই ধারাবাহিকতায় জাতীয় শোক দিবস উপলক্ষে চ্যানেল আইয়ের পর্দায় আসছেন জয়া। তার অভিনীত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘গেরিলা’ চ্যানেল আইয়ে প্রচারিত হবে বিকেল ২টা ৪০ মিনিটে।

সিনেমাটিতে জয়া আহসান ছাড়া আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, এটিএম শামসুজ্জামান, শম্পা রেজা, আহমেদ রুবেল, আজাদ আবুল কালাম পাভেল, মিনারা জামান, মাসুম আজিজ, এসএম মহসিন, কচি খন্দকার, জয়শ্রী বন্দোপাধ্যায়, কামাল বায়েজিদ, গোলাম মাওলা শ্যামল, ওমর আইয়াজ অনি, চন্দন চৌধুরী, আসাদুজ্জামান, এরফান মৃদা শিবলু, মোস্তফা মনোয়ার আল-আমিন, ফেরদৌস, পীযূষ বন্দোপাধ্যায়, মিলু হক, লে. কর্ণেল, (অবঃ) কাজী সাজ্জাদ আলী জহির, বীরপ্রতীক প্রমুখ।

ছবি: সংগৃহীত

সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের কাহিনি অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন নাসিরউদ্দিন ইউসুফ।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন