আর্মেনিয়ায় আতশবাজির গুদামে বিস্ফোরণ ও ঘটনা পরবর্তী আগুনে অন্তত ৫ জন নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, রাজধানী ইয়েরেভেনের একটি মার্কেটে দুটি বড় বিস্ফোরণ হয়। এতে হতাহতের এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট।
আগুনের পর ভিডিও ফুটেজে সারমুলু বাজারের ভবন থেকে ধূসর ধোয়া উড়তে দেখা গেছে। ওই এলাকা থেকে লোকজনদের সরিয়ে নেওয়া হয়।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, আতশবাজি সবকিছু এক মিনিটের মধ্যে ধ্বংস করে দিয়েছে। মানুষজন দোকানগুলো থেকে বের হতে পারেনি।
আর্মেনিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, প্রাথমিক তথ্যে দুটি বড় বিস্ফোরণে আতশবাজি রাখা ভবন ধসে পড়ার ইঙ্গিত মিলেছে। এরপর আগুন ধরে যায়। ৫ জন নিহতের পাশাপাশি অন্তত ৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছে বলেও মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে।
ইয়েরেভেনের মেয়রের কার্যালয় জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে কতজন আটকা পড়েছেন তা এখনো জানা যাচ্ছে না। সুতরাং মৃতের সংখ্যা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।