শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ব্যাচেলেটের সঙ্গে বৈঠক : উদ্বেগের কথা তুলে ধরলেন মানবাধিকার কর্মীরা

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ০২:৪৩

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেটের কাছে দেশের মানবাধিকার পরিস্থিতি, গুম, বাকস্বাধীনতা, আসন্ন নির্বাচন, ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক গ্রেফতার, মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে মামলা ও নারী নির্যাতন নিয়ে নানা উদ্বেগের কথা তুলে ধরেছেন মানবাধিকার কর্মী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। গতকাল সোমবার (১৫ আগস্ট) দুপুরে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে ব্যাচেলেটের সঙ্গে বৈঠক করেন তারা। পরে বাংলাদেশে কাজ করা মানবাধিকার কর্মীরা হোটেল থেকে বের হয়ে সাংবাদিকদের বলেন, মানবাধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে প্রতিনিধিরা তাদের কাজের ক্ষেত্রে সুযোগ এবং চ্যালেঞ্জগুলো মিশেলের সামনে তুলে ধরেন।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নির্বাহী প্রধান আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘কাজ করতে গিয়ে মানবাধিকার কর্মী, পরিবেশবিদ ও সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হচ্ছে। আমরা এর প্রতিকার আসলে কোথায় পাব? এসব বিষয় দেখভালের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলো কি রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করতে পারছে? এসব বিষয় আমরা তার সামনে তুলে ধরেছি। একজন তার ভাই হারিয়ে যাওয়ার কথা বলেছেন। সে তার ভাইকে খুঁজে পাচ্ছেন না। আদিবাসীরা তাদের অধিকার নিয়ে কথা বলেছেন, আমি পরিবেশ নিয়ে কথা বলেছি। প্রতিবন্ধীরা তাদের অধিকার নিয়ে কথা বলেছে। নারী নির্যাতন নিয়ে কথা বলা হয়েছে।’

এসব শুনে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট আপনাদের কী বলেছেন? জানতে চাইলে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘তিনি বলেছেন, আমার কাছে কোনো মিরাকেল নেই। আমরা একটা প্রসেস ওরিয়েন্টেড ডিসকাশনে যেতে পারি। তিনি আরো বলেছেন, একটা নির্বাচন হলে সব ঠিক হয়ে যাবে না। সিস্টেম ঠিক না থাকলে নির্বাচন হলেও মানুষ গণতন্ত্র পাবে না। এই বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে কথা হবে। ডায়লগের মাধ্যমে এসব সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।’

বৈঠক শেষে মানবাধিকার কর্মী খুশি কবির বলেন, ‘আমরা দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে ভালো ও মন্দ দুটি দিকই তুলে ধরেছি।’ গুম নিয়ে কাজ করা ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়কারী সানজিদা ইসলাম তুলি বলেন, ‘আমরা জোরপূর্বক গুমের ঘটনাগুলো তার সামনে তুলে ধরেছি।’ ব্যারিস্টার সারা হোসেন বলেন, ‘মানবাধিকার নিয়ে এদেশে যারা কাজ করে তাদের বিষয়ে এবং ক্ষতিগ্রস্তদের আইনি সহায়তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে ।’

ইত্তেফাক/ইআ