রোববার, ০৪ জুন ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফেরা হলো না তাদের

আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১২:১৯

টাঙ্গাইলের ঘাটাইলে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা উপ‌জেলার আন্দিপুর থেকে বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন।

মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের উপ‌জেলার নজুনবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার কাশতলা গ্রামের শাহজাহান আলী (৬৫) ও হামিদপুর সাহা পাড়া এলাকার নেপাল চন্দ্র সাহা (৬২)।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঘাটাইল সদর ইউনিয়নের আন্দিপুর গ্রামের লিটন সাহার মেয়ে লাবনী সাহার বিয়ের দাওয়াত খেয়ে ভোর রাতে বাড়ি ফিরছিলেন বর যাত্রী বহন করা একটি সিএনজি। পথে সিএনজিটি ধান বোঝাই দাঁড়িয়ে একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান শাহজাহান ও  নেপাল। সিএনজি চালকসহ গুরুতর আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান।

এরা হলেন- হামিদপুর গ্রামের রবি সাহা(১৪)। শেরপুর ঝিনাইগাতি গ্রামের রতন (২৩) , মারুফ (২০) ও তাহিরা(৪)। ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘাটাইল থানার ওসি আজহারুল ইসলাম সরকার বলেন, নিহতদের লাশ আইনি প্রক্রিয়া শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইত্তেফাক/এমআর