বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জাতীয় শোক দিবস উপলক্ষে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ১৭:৫৩

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ের ২৫০ জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। গাজীপুরের টঙ্গীর বিসিক হাজীর মাজার এলাকার কাউন্সিলর গিয়াস সরকারের উদ্যোগে ওই এলাকার শিক্ষার্থীদের মধ্যে এ ইউনিফর্ম বিতরণ করা হয়। 

ইউনিফর্ম বিতরণের পরপরই টিম গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান টিম এক্সেসরিজ লি. প্রাঙ্গণে বঙ্গবন্ধু এবং তার পরিবারের সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

এই মাহফিলে স্থানীয় কাউন্সিলর গিয়াস সরকার, টিম গ্রুপের মহাব্যবস্থাপক নূর-ই সাইফুল্লাহ ফয়সাল ও টিম গ্রুপের ম্যানেজার অ্যাডমিন তানভীর উপস্থিত ছিলেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ কয়েক হাজার মানুষ। পরে গরিব ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। 

এছাড়া জাতির পিতার সংগ্রাম, জীবন ও কর্ম নিয়ে ভিডিও তথ্যচিত্র স্কুলের বাচ্চাদের প্রদর্শন করার জন্য হাজির মাজার বিদ্যালয়ে একটি টেলিভিশন প্রদান করা হয়।

ইত্তেফাক/এএএম