মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘ম্যান ইউনাইটেড কিনছি না’ দুষ্টুমি করেছি: ইলন মাস্ক

আপডেট : ১৭ আগস্ট ২০২২, ২১:৪২

টুইটারে ইংলিশ ফুটবল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ) কেনা নিয়ে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক যে টুইট করেছিলেন, তা ছিল কেবল মজা। বুধবার  (১৭ আগস্ট)আরেক টুইটে বিষয়টি স্পষ্ট করেছেন টেসলার কর্ণধার। 

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক ব্যবহারকারী ম্যানচেস্টার ইউনাইটেডকে কিনে নেওয়ার বিষয়ে মাস্কের কাছে জানতে চাইলে তিনি বলেন,  ‘না, এটি টুইটারে দীর্ঘ সময় ধরে চলা নিছক মজা। আমি কোনো ফুটবল টিম কিনছি না।’

‘ম্যান ইউনাইটেড কিনছি না’ দুষ্টুমি করেছি: ইলন মাস্ক

এর আগে বাংলাদেশ সময় বুধবার ভোরে করা টুইটবার্তায় ইলন মাস্ক লিখেছেন, ‘আমি ম্যানচেস্টার ইউনাইটেড কিনে নিচ্ছি। আপনাদের স্বাগতম।’
বর্তমানে ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা রয়েছে আমেরিকান গ্লেজার পরিবারের অধীনে। বিখ্যাত মার্কিন সাময়িকী ফোর্বসের চলতি বছরের র্যামঙ্কিং অনুসারে, পৃথিবীর তৃতীয় মূল্যবান ক্লাব হলো ম্যান ইউনাইটেড। তাদের মোট সম্পদের পরিমাণ ৪.৬ বিলিয়ন ডলার। তালিকায় রেড ডেভিলদের উপরে আছে কেবল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।

গত বছর ব্রিটিশ সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, অন্তত ৪ বিলিয়ন পাউন্ড (প্রায় ৪.৮৪ বিলিয়ন ডলার) পেলে ইউনাইটেড ক্লাবকে বিক্রি করতে রাজি গ্লেজার পরিবার। ২০০৫ সালে ৭৯০ মিলিয়ন ইউরো দিয়ে ক্লাবটি কিনেছিল তারা।
স্পেসএক্স-এর প্রতিষ্ঠাতা মাস্কের টুইটারে অপ্রাসঙ্গিক লেখালেখির অনেক নজির রয়েছে। 

ইত্তেফাক/এমএএম

এ সম্পর্কিত আরও পড়ুন