শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বাসের ধাক্কায় সিএনজিচালকসহ নিহত ২

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১৮:০৩

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন যাত্রী। তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হামছায়াপুর নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিএনজি চালকের পরিচয় মিলেছে। তার নাম আব্দুল বাছেদ (৩৫)। তিনি উপজেলার মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের শাহার উদ্দিনের ছেলে। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, রংপুর থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৪-৮৭৫৩) মহাসড়কের হামছায়পুর এলাকায় বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অজ্ঞাত এক যাত্রী মারা যান। অন্যদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অটোরিকশাচালক মারা যান।

শেরপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান খন্দকার ঘটনা নিশ্চিত করে বলেন, ‘বাসটি আটক করা হয়েছে। তবে ড্রাইভার-হেল্পার পালিয়ে গেছে। এ বিষয়ে শেরপুর থানায় মামলা প্রক্রিয়াধীন।’

ইত্তেফাক/মাহি