বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘তেলের দাম সহনীয় পর্যায়ে আসবে’

আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১৮:২০

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ‘মাসখানেকের মধ্যে বিদ্যুৎ সমস্যা কেটে যাবে। তেলের দাম সহনীয় পর্যায়ে আসবে। ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। আপনারা ভয় পাবেন না।’ বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। 

মন্ত্রী আরও বলেন, ‘বিএনপিসহ একটি মহল নানামুখী ষড়যন্ত্রের অপচেষ্টা করছে। কিন্তু জনগণ জানে দেশ ও দেশের মানুষের উন্নয়ন কেবল আওয়ামী লীগই করে। শকুনের দোয়ায় গরু মরে না। তারা মিথ্যা এবং ধোঁকাবাজি কথা বলে দেশের শান্তিকামী জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে।’

বৈশ্বিক পরিস্থিতির কারণে দাম বেড়েছে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘বৈশ্বিক পরিস্থিতির কারণে তেল, চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়েছে। মানুষের কিছু কষ্ট হচ্ছে এটা সত্য। তবে হাসিনার সরকার মানুষের কষ্ট লাঘবে সচেষ্ট রয়েছে। সরকার ধৈর্যের সঙ্গে এ সমস্যা সমাধানে কাজ করছে।’ 

পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান। ফাইল ছবি (সংগৃহীত)

এমএ মান্নান বলেন, ‘আওয়ামী লীগ সরকার গত ১৪-১৫ বছরে দেশে বৈপ্লবিক উন্নয়নে করেছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে। শিক্ষা, যোগাযোগ, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ দেশের সার্বিক উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নিতে যাচ্ছে। কিন্তু স্বাধীনতা বিরোধী চক্র দেশে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির লক্ষে অপচেষ্টায় লিপ্ত।’ 

জগন্নাথপুর উপজেলা প্রশাসনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুল ইসলামের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন-সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান। এছাড়া অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/এএএম