একজন পাওয়ার হিটার কোচের সন্ধানে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যাটিং কোচ জেমি সিডন্সের আগ্রহে আপাতত সেখান থেকে সরে এসেছে বোর্ড। অস্ট্রেলিয়ান কোচ নিজেই ব্যাটসম্যানদের পাওয়ার হিটিং শেখাবেন বলে জানিয়েছেন।
এজন্য গত চারদিন ধরে সাকিব, মুশফিক, মিরাজ, এনামুলদের নিয়ে মিরপুরে কাজও করছেন সিডন্স। বোলিং মেশিন দিয়ে বল ছুড়ে নিয়মিত শিষ্যদের ট্রেনিং করাচ্ছেন। অনেক সময় টাইমিং মেলালেও বল সীমানা পেরিয়ে যায়। সেগুলো নিয়েই সিডন্স কাজ করছেন।
বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বৃহস্পতিবার ক্রিকেটারদের ঐচ্ছিক অনুশীলন দেখতে হাজির হন মিরপুর শের-ই-বাংলায়। স্টেডিয়াম থেকে বেরিয়ে যাওয়ার পথে গণমাধ্যমে নাজমুল হাসান বলেছেন, ‘কদিন আগে জিমি (জেমি সিডন্স) আমার বাসায় এসেছিল। কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা একটা পাওয়ার হিটিং কোচ নিয়ে আলোচনা করছিলাম। তখন জিমি বললো, ওর নাকি এটাতে বিশেষত্ব আছে। তাই নিজেই কাজ করতে চাচ্ছে। আমরা তাকে কাজ চালিয়ে যেতে বলেছি।’