শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

‘ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে গভীর অন্ধকারে ঠেলে দিয়েছিল’

আপডেট : ১৯ আগস্ট ২০২২, ২০:৫৭

জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের ৬ বারের সফল সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, ‘ষড়যন্ত্রকারীরা জাতির স্থপতিকে সপরিবারে হত্যা করে দেশকে গভীর অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। হত্যাকারীরা শুধু তাকেই হত্যা করে নাই। একটি জাতি ও দেশকে হত্যা করেছে।’

শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে মাদারীপুরের শিবচরে উপজেলা প্রশাসনের আয়োজনে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে উচ্চ মাধ্যমিক, কলেজ, মাদরাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজ ঘুরে দাঁড়িয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।’

এ সময় জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক মুনির চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিবুল ইসলামসহ আরও অনেকেই বক্তব্য রাখেন।

শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার (অব) জেনারেল সাইদুর রহমান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবদুস সালাম খান, মাদারীপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহেদুল ইসলাম খান, শিবচর পৌর মেয়র আওলাদ হোসেন খান, শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিয়াজুর রহমান, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মিরাজ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. সেলিম, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেন খানসহ অন্যরা।

চিফ হুইপ শিক্ষার মান উন্নয়ন নিয়ে বলেন, ‘শিক্ষার মান উন্নয়নে আজকের এই মতবিনিময় সভায় যারা উপস্থিত রয়েছেন সবাই বলবো, আপনার সন্তান ও ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার দিকে নজর দিবেন। খেলাধুলার পাশাপাশি নৈতিক শিক্ষাও দিতে হবে। বিদ্যালয় ছুটির পর ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে? কি করছে? বিষয়গুলো আপনাদের গুরুত্বের সঙ্গে দেখতে হবে। খেলাধুলায় মনোনিবেশ করাতে হবে। শিক্ষার মান উন্নয়নে আমরা প্রতিটি বিদ্যালয়ে মনিটরিং করবো।’

চিফ হুইপ তার বক্তব্যে আরও বলেন, ‘১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার ঘটনায় জাতীয় কমিশন গঠনের মাধ্যমে সমস্ত ষড়যন্ত্রকারী ও হত্যাকাণ্ডে মদদদাতাদের মুখোশ উন্মোচন করে শাস্তির আওতায় আনা হবে।’

ইত্তেফাক/এএএম