মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ইতালি আওয়ামী লীগের জাতীয় শোক দিবস পালন 

আপডেট : ২১ আগস্ট ২০২২, ১১:৪৬

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ইতালি আওয়ামী লীগ একটি আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। 

ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেনের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সংগঠনের ভারপ্রাপ্ত  সাধারণ সম্পাদক  এম এ  রব মিন্টু। 

আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি কে এম লোকমান হোসেন। 

আলোচনার শুরুতেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বক্তারা। বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রজ্ঞা, তার চিন্তা ও দেশ প্রেম, দর্শন সেই সঙে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে তার যে অবদান ও স্বপ্ন ছিল তা তুলে ধরেন। তারা বলেন, জাতির জনকের এই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু এখনও সেই ৭৫ র শত্রুরা ওত পেতে আছে দেশটির উন্নয়নে বাধা দিতে। 

বক্তারা এই শোককে শক্তিতে রূপান্তরিত করে দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন।  
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সহ-সভাপতি আব্দুর রব ফকির, হাজী মো. জসিমউদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব বেপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুবুর আলম প্রধান, আব্দুর রশিদ, ভুলু ছৈয়াল, আজম আলী, মনজুর আহমেদ, অনুপ কুমার সরকারসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।  

শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

ইত্তেফাক/কেকে