বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হোটেল-রেস্তোরাঁ বন্ধের নতুন সময়সূচি

আপডেট : ২২ আগস্ট ২০২২, ১৯:৩৪

জ্বালানি সাশ্রয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার সব হোটেল-রেস্তোরাঁ রাত ১০টার মধ্যে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। এ এছাড়া রাত ৮টা থেকে সব দোকানপাট, শপিংমল, মার্কেট, বিপণীবিতান, কাঁচাবাজার ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হবে। আগামী ১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) থেকে নতুন এই সময়সূচি কার্যকর হবে।

সোমবার (২২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা উল্লেখ করে দক্ষিণ সিটি করপোরেশনের বিজ্ঞপ্তিতে তা বলা হয়। 

বিজ্ঞপ্তি অনুযায়ী, রান্না করা হয় এমন রেস্তোরাঁ রাত ১০টায় এবং খাবার সরবরাহ করা হয় এমন রেস্তোরাঁ রাত ১১টায় বন্ধ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব ধরনের দোকান-পাট, শপিংমল, মার্কেট, বিপণী বিতান, কাঁচাবাজার, ব্যবসায়িক বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ও স্থাপনা রাত ৮টায় বন্ধ হবে।

এ ছাড়া চলচ্চিত্র প্রেক্ষাগৃহসহ চিত্ত-বিনোদনমূলক প্রতিষ্ঠান বা স্থাপনা রাত ১১টা পর্যন্ত, সাধারণ ওষুধের দোকান রাত ১২টা পর্যন্ত এবং হাসপাতালের সাথে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান রাত ২টা পর্যন্ত খোলা থাকবে।

ইত্তেফাক/এনএ/এএইচপি