অঙ্কটা আমাকেই শেষ করতে দাও
মাসুম আজিজ
আমার অঙ্কটা আমাকেই শেষ করতে দাও।
যাও, শেষের পঙ্ক্তিগুলো কালো হরফে লিখে ফেলো। তারপর ছিঁড়ে ফেলো।
ছিঁড়ে ফেলো কুটি কুটি করে।
দুই হাতে আলতো করে ধরে।
ইঁদুরের খোরাক হবে ভালো। কাগজের টুকরোগুলো।
দুমড়ে মুচড়ে ফেলে যাও।
আমার অঙ্কটা আমাকেই
শেষ করতে দাও।
আমার অঙ্কটা।
সহজ অঙ্কটা।
সরল অঙ্কটা।
সরল।
প্রথম বন্ধনীর যোগফল
যদি হয় আঠারো
তুমি আরো তাতে যোগ করে নিও দুই।
কেবল সেকেন্ড ব্র্যাকেটে
বিজোড় হবে সংখ্যাটা।
তাতে কী...
জোড়-বিজোড় নিয়েই তো সব।
যোগ-বিযোগ; সঙ্গে খানিক ভগ্নাংশ
জীবনের শেষাংশ
ওখানেই মিলিয়ে নাও
আমার অঙ্কটা আমাকেই শেষ করতে দাও।
কেউ কোথাও নেই
আবুল কাসেম
জীবনের পড়ন্ত বিকেল এখন আমার
কেউ যেন কোথাও নেই—
কোথাও হারিয়ে যাবে এ জীবন
হারিয়ে যাবে জীবনের চলমানতা...
ভাবনায় জীবন-নদীটা পড়ে আছে আমার
নদীটা এখন স্রোতহীন, শুষ্ক।
এর পাড়ে আসে না কেউ,
বসে না দুদণ্ড আর
জীবনের পড়ন্ত বিকেলের
একাকিত্বই নিইয়তি।