শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

উয়েফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতলেন বেনজেমা

আপডেট : ২৬ আগস্ট ২০২২, ১৬:১৫

২০২১-২২ মৌসুমের উয়েফা বর্ষসেরা পুরুষ খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা করিম বেনজেমা। বৃহস্পতিবার (২৫ আগস্ট) ইস্তানবুলে ২০২২-২৩ মৌসুমের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ড্র অনুষ্ঠানে এই পুরস্কার প্রদান করা হয়। 

২০২১-২২ মৌসুমে বেনজেমার নেতৃত্বে রেকর্ড ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তোলে রিয়াল মাদ্রিদ। টুর্নামেন্টে সর্বোচ্চ ১৫ টি গোল করেন ৩৪ বছর বয়সী এই ফরাসি তারকা।

উয়েফা বর্ষসেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে ছিলেন বেনজেমার ক্লাব সতীর্থ থিবো কোর্তোয়া ও ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন। ৫২৩ পয়েন্ট নিয়ে তাদেরকে পেছনে ফেলে পুরস্কার জিতে নেন বেনজেমা। কেভিন ডি ব্রুইন পান ১২২ ও থিবো কোর্তোয়া পান ১১৮ পয়েন্ট। পুরো মৌসুম জুড়ে দারুণ খেলেছেন বেনজেমা। পুরো মৌসুমে ৪৬ ম্যাচ খেলে করেছেন ৪৪ গোল।

বর্ষসেরা হয়ে বেনজেমা বলেন, আমি সত্যিই অনেক খুশি। আমি প্রথমবারের মতো এই পুরস্কার পেলাম। কিন্তু আমার জন্য গুরুত্বপূর্ণ হলো দলের সঙ্গে ট্রফি জেতা। আঞ্চেলোত্তি বিশ্বের সেরা কোচ। তিনি আমাদের আত্মবিশ্বাস দিয়েছেন ম্যাচের আগে কী করতে হবে।

২০২১-২২ মৌসুমে উয়েফা বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদের মাস্টারমাইন্ড কার্লো আঞ্চেলোত্তি।  

ইত্তেফাক/এসআর