শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পরীক্ষায় ফেল করতে পারে হবু স্ত্রী, শঙ্কায় স্কুল জ্বালিয়ে দিলো যুবক 

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১২:০১

হবু বউয়ের স্কুলে আগুন দেওয়ার অভিযোগে মিসরে এক যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ন্যাশনাল নিউজ। পুলিশের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, চলতি বছরের পরীক্ষায় তার বাগদত্তা পাস করবে না বলে জানার পর ২১ বছরের ওই যুবক স্কুলের কন্ট্রোল রুমে আগুন ধরিয়ে দেন।

ঘারবিয়া গভর্নরেট পুলিশের মতে, অভিযুক্ত যুবককে চারদিনের জেল দেওয়া হয়েছে। তবে এই ঘটনায় এখনো তদন্ত শুরু হয়নি।  দেশটির প্রসিকিউটর জেনারেল বলেছেন, অভিযুক্ত যুবককে মিসরের রাজধানী কায়রোর উত্তরাঞ্চলের মেনোফিয়া প্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে। 

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওই যুবক স্বীকারোক্তিতে বলেছেন, চলতি বছরের পরীক্ষায় তার হবু বউ পাস করবে না বলে জানতে পেরেছেন তিনি। পরীক্ষায় পাস না করলে তাদের বিয়ে পিছিয়ে যাবে। আর এ জন্য আরও এক বছর অপেক্ষা করতে হবে তাকে। বিষয়টি মেনে নিতে না পারায় তিনি স্কুলে আগুন ধরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, দমকলকর্মীরা দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। কিন্তু ততক্ষণে প্রিন্সিপালের অফিস এবং কেন্দ্রীয় প্রশাসনিক ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া কিছু শিক্ষার্থীর রেকর্ড ফাইলও ধ্বংস হয়েছে। 

স্কুলে আগুন জ্বালিয়ে দেওয়ার পর অভিযুক্ত যুবক পালিয়ে যায় এবং তার গ্রামে লুকিয়ে পড়ে। তবে কিছু প্রতক্ষ্যদর্শী স্কুলে আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনা স্থানীয় কর্তৃপক্ষকে জানায় এবং ওই যুবকের লুকিয়ের থাকার জায়গার কথাও বলে দেয়। 

ইত্তেফাক/এসআর