শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

রুয়েট কেন্দ্রে ১ম বর্ষ সমন্বিত ভর্তি কার্যক্রম শুরু

আপডেট : ২৮ আগস্ট ২০২২, ১৫:৫৭

২০২১-২০২২ শিক্ষাবর্ষে চুয়েট, কুয়েট ও রুয়েট এ ১ম বর্ষ স্নাতক কোর্সের সমন্বিত ভর্তির কার্যক্রম শুরু হয়েছে। 

রবিবার (২৮ আগস্ট) প্রথম পর্যায়ে রুয়েট কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভর্তির কাজ চলছে। সকাল থেকে ভর্তিচ্ছু প্রার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে রুয়েট ক্যাম্পাস। 

রুয়েটের জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়, রবিবার সকাল ৯টায় থেকে রুয়েটে ভর্তির কার্যক্রম শুরু হয়ে বিকেল ৩টায় পর্যন্ত চলে। ১ম পর্যায়ে ‘ক’ গ্রুপের (ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ) ১ থেকে ৩ হাজার ৫শ’ মেধাক্রম এবং ‘খ’ গ্রুপে (স্থাপত্য বিভাগ) ১ থেকে ১শ’ ২০ মেধাক্রম পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি অনুষ্ঠিত হয়। 

এদিকে রবিবার সকালে ভর্তি কার্যক্রম পরিদর্শন করেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রুয়েট ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। এসময় রুয়েটের তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন ও লোকাল এডমিশন কমিটির সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলাম মণ্ডল, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও লোকাল এডমিশন কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. সেলিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম