শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

'ভারত-পাকিস্তানকে আফগানিস্তান হারালে অবাক হবেন না'

আপডেট : ৩১ আগস্ট ২০২২, ১৬:০৫

এবারের এশিয়া কাপে পরপর দুই ম্যাচ জিতে প্রথম দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করেছে আফগানিস্তান। গত শনিবার (২৭ আগস্ট) নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে শুভ সূচনা করে দেশটি। এরপর মঙ্গলবার (৩০ আগস্ট) নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে চমক দেখিয়েছে আফগানিস্তান। 

আফগানিস্তানের এমন সাফল্যে আশার বাণী শোনালেন ভারতের সাবেক এক ক্রিকেটার অজয় জাদেজা। তিনি বলেন, আফগানিস্তান যদি সুপার ফোরে ভারত-পাকিস্তানকে হারায় তাহলে অবাক হবেন না। তিনি ভারত-পাকিস্তানকে সতর্ক থাকার উপদেশ দিয়েছেন। 

অজয় জাদেজা গতকাল ক্রিকবাজের সঙ্গে আলাপকালে বলেন, ভারত-পাকিস্তানের সতর্ক হওয়া উচিত যখন সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে খেলবে। তিনি আফগানিস্তান টিমের মূল শক্তি বোলিং বলে উল্লেখ করেন।

এছাড়াও পরিস্থিতি বুঝে খেলার জন্য আফগান ব্যাটারদেরও প্রশংসা করেন।

অজয় জাদেজা আফগানিস্তানের পুরো টিমের প্রশংসা করে বলেন, আফগানিস্তান বোলিং কি করতে পারে তা সবাই জানে। মনে করুন, তারা ভারত অথবা পাকিস্তানকে ২০ রানে ২ উইকেট বা ৩০ রানে ২ উইকেট ফেলে দেয় তাহলে তারা আর আপনাকে কাম ব্যাক করার সময় দিবে না। 

ইত্তেফাক/এসআর