রাজধানীর ঢাকা কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ চলছে ৷ শনিবার (৩ আগস্ট) রাত ৯ টার দিকে ঢাকা কলেজের নর্থ এবং সাউথ ব্লকের মধ্যে এই সংঘর্ষ হয়।
জানা যায়, ঢাকা কলেজের সাউথ ব্লকের আল আমিন নামের এক শিক্ষার্থীকে রাত সাড়ে ৮ টায় ক্যাম্পাসের ভেতরে নর্থ ব্লকের কিছু শিক্ষার্থী মারধর করে৷ পরে ক্যাম্পাসে খবর ছড়িয়ে পড়লে দুই গ্রুপই দেশীয় অস্ত্র, লাঠি, রড, রামদা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়৷ এসময় ১০ টির মত ককটেল বিস্ফোরন ঘটে৷
এর আগে গত বৃহস্পতিবার ( ১ আগস্ট) ঢাকা কলেজের ক্যান্টিনে খেয়ে টাকা না দেওয়া ও ক্যান্টিন ম্যানেজার টাকা চাওয়ায় উল্টো ক্যান্টিনে তালা দেওয়ায় সাধারন শিক্ষার্থীদের গণধোলাইয়ের শিকার হয় ছাত্রলীগ কর্মী শাহারিয়া হাসান জিওন৷ তিনি ঢাকা কলেজের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী ও কলেজের নর্থ হলের আবাসিক শিক্ষার্থী৷ বৃহস্পতিবার রাত ১১ টায় কলেজের পাশে বিশ্বাস বিল্ডার্সের নিচে এই ঘটনা ঘটে৷
জিওনের অভিযোগ, সাউথ ব্লকের শিক্ষার্থীরা তাকে মারধর করেছে৷ এ নিয়ে বৃহস্পিবার ( ১ সেপ্টেম্বর) এ নিয়ে রাতভর ক্যাম্পাসে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলে৷ ধারনা করা হচ্ছে, আজ রাত সাড়ে ৮ টায় প্রতিশোধ হিসেবে নর্থ ব্লকের শিক্ষার্থীরা সাউথ ব্লকের আল আমিন নামের ঐ শিক্ষার্থীকে মারধর করে৷ এনিয়ে দুগ্রুপের মধ্যে আবারো সংঘর্ষ শুরু হয়৷
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ ইউসুফ বলেন, একটি ছোট ঘটনা হয়েছে কিছুক্ষণের জন্য। আপাতত পরিস্থিতি শান্ত আছে।
এ ঘটনায় কলেজ প্রশাসন কোন পদক্ষেপ নিবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমরা এখনো পুরোপুরি বিষয়টা জানি না। আমরা বিষয়টার খোঁজ-খবর নেবো। তারপর যদি মনে হয় কোন পদক্ষেপ নেয়া দরকার তখন আমরা পদক্ষেপ নেবো৷