বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ওটিটি-ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস জিতলেন যারা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩৯

ওটিটি প্ল্যাটফর্ম ও এর সঙ্গে যুক্ত অভিনয়শিল্পী, পরিচালক ও কলাকুশলীদের সম্মাননা জানাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার। প্রবর্তন করেছে ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১।

রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেম মিলনায়তনে গতকাল শনিবার (৩ সেপ্টেম্বর) বসেছিল ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১-এর জমকালো আসর।

এবারের আসরে সেরা অভিনয়শিল্পী, সেরা সংগীতশিল্পী, সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা কনটেন্ট ক্রিয়েটরসহ মোট ৩২ বিভাগে পুরস্কৃত করা হয়। এক নজরে দেখে নিন এবারের বিজয়ীদের তালিকা।

জনপ্রিয় ক্যাটাগরি
সেরা অভিনয়শিল্পী (পুরুষ): চঞ্চল চৌধুরী, তাকদীর

ছবি: ইত্তেফাক

সেরা অভিনয়শিল্পী (নারী): তাসনিয়া ফারিণ, লেডিজ অ্যান্ড জেন্টলমেন

নেতিবাচক চরিত্রে সেরা অভিনয়শিল্পী: আরফান নিশো, মরীচিকা

সেরা পার্শ্ব অভিনয়শিল্পী, সিরিজ (পুরুষ): সোহেল মণ্ডল, তাকদীর

সেরা পার্শ্ব অভিনয়শিল্পী, সিরিজ (নারী): অপর্ণা ঘোষ, লাইটস, ক্যামেরা…অবজেকশন, জাগো বাহে

সেরা পরিচালক, সিরিজ: আশফাক নিপুন, মহানগর

সেরা পরিচালক, সিনেমা: আশফাক নিপুন, কষ্টনীড়

সেরা সিনেমাটোগ্রাফার: বরকত হোসাইন, তাকদীর

সেরা ড্রামা/সিরিজ: তাকদীর

ছবি: ইত্তেফাক

সেরা সিনেমা: খাঁচার ভেতর অচিন পাখি

সেরা কস্টিউম: ইদিলা ফারিদ, তাকদীর

সেরা সম্পাদনা: সালেহ সোবহান, লাইটস, ক্যামেরা…অবজেকশন, জাগো বাহে

সেরা চিত্রনাট্য (গল্প): রায়হান রাফি, খাঁচার ভেতর অচিন পাখি

সমালোচক ক্যাটাগরি

সেরা অভিনয়শিল্পী (পুরুষ): মোশাররফ করিম, মহানগর

সেরা অভিনয়শিল্পী (নারী): তমা মির্জা, খাঁচার ভেতর অচিন পাখি

সেরা পরিচালক: সূকর্ণ শাহেদ, বাংকার বয়, জাগো বাহে

সেরা সিনেমা/ড্রামা/সিরিজ: মহানগর

সংগীত
সেরা সংগীত পরিচালক: সাজিদ সরকার, রূপকথার জগতে, নেটওয়ার্কের বাইরে

সেরা গায়ক: অবন্তী সিঁথি ও রেহান রাসুল

সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর: সাজিদ সরকার, নেটওয়ার্কের বাইরে

সেরা গীতিকার: সোমেশ্বর অলি, রূপকথার জগতে, নেটওয়ার্কের বাইরে

ইনডিভিজুয়্যাল কনটেন্ট

সেরা কনটেন্ট ক্রিয়েটর (তথ্যচিত্র): মোহসীন উল হাকিম, সুন্দরবনের দস্যুমুক্তির গল্প

সেরা কনটেন্ট ক্রিয়েটর (শিক্ষা): আয়মান সাদিক, যেভাবে মোবাইল দিয়ে গ্রাফিকস ডিজাইন করবেন

সেরা কনটেন্ট ক্রিয়েটর (বিনোদন / কমেডি): শেহওয়ার ও মারিয়া, বউকে কিছু কথা শোনালাম

সেরা কনটেন্ট ক্রিয়েটর (খেলা): ক্রিকেট গুরুকুল, রিকশাচালক যখন পেশাদার ক্রিকেটার

সেরা কনটেন্ট ক্রিয়েটর (স্বাস্থ্য ও সুস্থতা): দ্য বিগ কনটেন্ট লিমিটেড, ফ্রেশ বাংলাদেশ

সেরা কনটেন্ট ক্রিয়েটর (শিশু): বাপ কা বেটা, মজার স্কুলে একদিন

সেরা কনটেন্ট ক্রিয়েটর (ট্রাভেল ভ্লগ): নাদির অন দ্য গো–বাংলা, মারাত্মক হাঙ্গর মাছের সাথে সাঁতার

সেরা কনটেন্ট ক্রিয়েটর (অ্যানিমেশন): শামীমা শ্রাবণী, টাইসন

সেরা কনটেন্ট ক্রিয়েটর (খাবার ও রেসিপি): রাফসান দ্য ছোট ভাই, সো আই গট চ্যালেঞ্জড টু এ কুকিং কমপিটিশন

সেরা কনটেন্ট ক্রিয়েটর (সোশ্যাল কজ): ফিরোজ হাসানের ফ্রি মোশন, জীবন সংগ্রাম বয়সের দিক বিবেচনা করে আসে না

বিশেষ স্বীকৃতি
দর্শক পছন্দের জনপ্রিয় ডিজিটাল মিডিয়া ড্রামা: টিম ব্যাচেলর পয়েন্ট

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন