শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

অভাবীদের সহায়তা দিচ্ছে না তালেবান: আহমদ মাসুদ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৭

তালেবান শাসন ভারতের মানবিক সহায়তাকে তাদের নিজস্ব বাহিনী ও তাদের পরিবারের জন্য ব্যবহার করেছে, সত্যিকারের অভাবীদের জন্য নয়। তালেবানের প্রধান বিরোধী দল আফগানিস্তানের ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের নেতা আহমেদ মাসুদের বরাত দিয়ে এই তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। 

ওই প্রতিবেদনে বলা হয়েছে, মাসুদ তালেবানের শাসনাধীন আফগানিস্তান ও কাশ্মীরে সহিংসতা বৃদ্ধির মধ্যে একটি যোগসূত্রও তুলে ধরেন। কিংবদন্তি আহমেদ শাহ মাসুদের ছেলে আহমেদ মাসুদ (৩৩), আফগানিস্তানের একটি অজ্ঞাত স্থান থেকে ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক একান্ত সাক্ষাৎকার প্রদান করেন।তিনি সাংবাদিকদের বলেন, ‌‘আমি ক্ষমতা চাই না এবং আমার সংগ্রাম এখন ন্যায়ের জন্য। আমার লড়াই, এটি ন্যায় ও স্বাধীনতার জন্য।’

ভারত জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির মাধ্যমে আফগানিস্তানে ৫০ হাজার টন গম পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে। কিন্তু মাসুদ বলেছেন, ‘তালেবান তাদের নিজস্ব বাহিনী ও তাদের পরিবারের জন্য ভারতের পাঠানো মানবিক সহায়তা ব্যবহার করেছে, প্রকৃতপক্ষে অভাবী লোকদের জন্য নয়। তারা ন্যায্য ভাবে সাহায্য বিতরণ করছে না।’

এই প্রথম কোনো আফগান নেতা তালেবানের বিরুদ্ধে এই অভিযোগ করলেন।

ইত্তেফাক/ডিএস