প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে সোমবার (৫ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লি পৌঁছান। তাকে বহনকারী বিমানটি এদিন দুপুর সাড়ে ১২টার দিকে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে। এ সময় তাকে স্বাগত জানান দেশটির রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা জারদোশ।
সফরের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। দিনের কর্মসূচির শুরুতে এ দিন সকালে রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনাকে গার্ড অব অনারের মধ্য দিয়ে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়।