রাশিয়ান এক নারীকে উত্ত্যক্ত করার অভিযোগে ঈশ্বরদীতে সজিবুল ইসলাম রুবেল ওরফে সৃষ্টি (৩০) নামে এক যুবককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সে ঈশ্বরদী পৌর এলাকার পূর্বটেংরী কলেজ রোড মহল্লার মৃত আব্দুল আজিজের ছেলে।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েস এ দণ্ডাদেশ দেন।
আমবাগান পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল জানান, ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান অর্গানস্ট্রয় এক্সপোর্টে কর্মরত এক রাশিয়ান নারীকে শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে প্রায়ই উত্ত্যক্ত করতো সজিবুল ইসলাম রুবেল। বৃহস্পতিবার ৩টার দিকে শহরের কলেজ রোডে ভাড়া বাসা থেকে বিদেশি ওই নারী রূপপুর বিদ্যুৎ প্রকল্পে যাওয়ার জন্য বের হলে রুবেল শারীরিক অঙ্গভঙ্গির মাধ্যমে উত্ত্যক্ত শুরু করে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট পিএম ইমরুল কায়েস ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রুবেলকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক পিএম ইমরুল কায়েস জানান, রূপপুর প্রকল্পে কাজে যাওয়া-আসার পথে এ বিদেশি নারীকে রুবেল প্রায়ই উত্ত্যক্ত করতো। অভিযুক্ত রুবেলকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০৯ ধারায় তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।