বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

এশিয়া কাপ জেতায় কত প্রাইজমানি পেল শ্রীলঙ্কা?

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১৭:০৫

ষষ্ঠ বারের মতো এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়ে শুধু ট্রফি নয়, বড় অঙ্কের পুরষ্কার জিতে নিয়েছে শ্রীলঙ্কা। প্রাইজমানি হিসেবে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পুরস্কার পেয়েছে লঙ্কানরা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৪২ লাখ ৫৫ হাজার ৯৪৬ টাকা। 

গতকাল এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পাকিস্তানকে ২৩ রানে হারিয়ে নিজেদের ষষ্ঠ এশিয়া কাপের শিরোপা জয় করে শ্রীলঙ্কা। ২০১৪ সালের পর আবারও এশিয়া কাপের সেরার মুকুট নিজেদের করে নিলো শ্রীলঙ্কা।

অন্যদিকে, ২৩ রানে ফাইনাল হেরে রানার্স আপ হয় পাকিস্তান পুরস্কার হিসেবে পেয়েছে ৭৫ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৭১ লাখ ২৭ হাজার ৯৭৩ টাকা। 

ফাইনালে ৪৫ বলে অপরাজিত ৭১ রান করে দলকে শিরোপা জেতানোয় ফাইনালের সেরা হয়েছেন লঙ্কান ব্যাটসম্যান ভানুকা রাজাপাকসে। ফাইনাল সেরা হিসেবে রাজাপাকসে পেয়েছেন ৫ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪ লাখ ৭৫ হাজার ১৯৮ টাকা।

শ্রীলঙ্কার ফাইনালে ওঠা আর শিরোপা জয়ে পুরো টুর্নামেন্টজুড়েই বড় অবদান ছিলো স্পিন অলরাউন্ডার হাসারাঙ্গা ডি সিলভার। এবারের আসরে ব্যাট হাতে ৬৬ রান ও বল হাতে ৯ উইকেট নিয়েছেন হাসারাঙ্গা। লঙ্কানদের চ্যাম্পিয়ন করায় টুর্নামেন্ট জুড়ে বড় অবদান রাখার জন্য টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন হাসারাঙ্গা। পুরস্কার হিসেবে হাসারাঙ্গা পেয়েছেন ১৫ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ লাখ ২৫ হাজার ৫৯৪ টাকা।

ইত্তেফাক/এসএস/এএইচপি