মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

আর্মেনিয়া-আজারবাইজান প্রাণঘাতী সংঘাত, 'বহু' হতাহত 

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১০:৫৫

আর্মেনিয়া ও আজারবাইজান সেনাবাহিনীর মধ্যে সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষের খবর পাওয়া গেছে। এই ঘটনায় আজারবাইজানের 'অজ্ঞাত' সংখ্যক সেনা নিহত হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) আল-জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

রিপোর্ট বলছে, মঙ্গলবার ভোরের দিকে দেশ দুইটির মধ্যে সংঘর্ষ বাধে। উভয় দেশই এই সংঘাতের জন্য একে অপরকে দোষারোপ করছে। 

এক বিবৃতিতে আর্মেনিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আজারবাইজান মঙ্গলবার সকালের দিকে গোরিস, সোক এবং জেরমুক শহরের দিকে আর্মেনীয় সামরিক অবস্থানের বিরুদ্ধে তীব্র গোলাবর্ষণ শুরু করে। দেশটির সেনারা ড্রোন, আর্টিলারি এবং বৃহৎ কালিবর আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। 

এর জবাবে আর্মেনিয়া সশস্ত্র বাহিনী সমানুপাতিক সাড়া দিয়েছে বলে বিবৃতিতে বলা হয়েছে। 

কিন্তু আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় আর্মেনিয়াকে সীমান্তের দাশকেসান, কেলবাজর এবং লাচিন জেলার কাছে বড় আকারের নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য অভিযুক্ত করেছে। দেশটি অভিযোগ করেছে, তাদের সেনাদের অবস্থান হামলার শিকার হয়েছে। 

এতে আজারবাইজান পরিষেবা বাহিনীর সদস্য নিহত হয়েছে। তবে এর সংখ্যা উল্লেখ করেনি দেশটি।  এই হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। 

ইত্তেফাক/এসআর