সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পুলিশ হয়ে আসছেন নিরব

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৭:২৮

দীর্ঘদিনের ক্যারিয়ারে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করেছেন নায়ক নিরব হোসেন। গুন্ডা হয়ে পুলিশকে যেমন ভুগিয়েছেন, তেমনি পুলিশ হয়ে গুন্ডা শায়েস্তা করেছেন। নতুন গণমাধ্যমের জন্য তৈরি বিজ্ঞাপনে পুলিশ অফিসারের চরিত্রে তাকে দেখা যাবে।

নিরব বলেন, ‘অনেকদিন পর বিজ্ঞাপনে কাজ করছি। আরও ভালো লাগছে এটা একটি গণমাধ্যমের বিজ্ঞাপন। দেশপ্রেমকে ধারণ করে দেশের মানুষকে তথ্যের সেবা দিতে আসছে প্রতিষ্ঠানটি। তাদের পথচলার সঙ্গী হতে পেরে ভালো লাগছে।’

নিরব আরও জানান, গতকাল ১২ সেপ্টেম্বর থেকে মানিকগঞ্জে শুটিং শুরু হয়েছে বিজ্ঞাপনটির। এতে আরও আছেন অভিনেতা ফারুক আহমেদ, বড়দা মিঠুসহ অনেকেই। এই বিজ্ঞাপনটি নির্মাণ করছেন অনন্য মামুন।

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন