শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ৪ ট্রেনের শিডিউল বাতিল

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১২:১১

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী চারটি ট্রেনের শিডিউল বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। টানা বৃষ্টির কারণে এ রুটের কিছু কিছু জায়গায় রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার আফসার উদ্দিন।

তিনি বলেন, নারায়ণগঞ্জ রোডে চলাচলকারী ১১১, ১১২, ১১৩ এবং ১১৪ নম্বর ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে। এগুলোর সবকটিই লোকাল ট্রেন। বৃষ্টির পানিতে বিভিন্ন জায়গায় রেললাইন ডুবে গেছে, এজন্য এগুলোর শিডিউল বাতিল করা হয়েছে। 

ইত্তেফাক/কেকে