শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

৪র্থ দিনের মতো কর্মবিরতিতে আছেন মনপুরার দুর্যোগ ব্যবস্থাপনার কর্মীরা 

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১০:৪১

মনপুরা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি পালন করছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ৪ দিনের মতো অর্ধদিবস কর্মবিরতি পালন করছেন তারা। 

দাবিগুলো হলো- ১. দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন। ২. জেলা ত্রাণ ও পুনবার্সন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন। ৩. উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন। ৪. সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন। ৫. দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্য পদে পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণ।

গুরুত্বপূর্ণ এই অফিসে কর্মবিরতির ফলে সরকারের উন্নয়ন সংশ্লিষ্ঠ কর্মকাণ্ড চরমভাবে ব্যাহত হচ্ছে। ফিরে যাচ্ছে আগত সেবা প্রার্থীরা।

মনপুরা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. ইলিয়াছ মিয়া বলেন, ‘সরকারের অন্যান্য দপ্তরের প্রাপ্য সুবিধা অনুযায়ী আমাদের ৫ দফা ন্যায্য দাবি আদায়ের জন্য এই (কর্মবিরতি) আন্দোলন। অনতিবিলম্বে আমাদের ন্যায্য দাবি মেনে নিয়ে তা দ্রুত বাস্তবায়নের আহব্বান জানাচ্ছি।’ 

নির্ধারিত কর্মসূচির আওতায় কর্মবিরতি চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। কর্মবিরতির শেষে বৃহস্পতিবার সারাদেশে একযোগে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দেওয়া হবে।

ইত্তেফাক/এইচএম