বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মাস্কাট বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে আগুন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৭:২২

ওমানের মাস্কাট বিমানবন্দর থেকে কোচির উদ্দেশে রওনা দেওয়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমানে টেক অফের ঠিক আগে ইঞ্জিনে আগুন ধরে যায়। সমস্ত ক্রু এবং চারটি শিশুসহ ১৪৫ জন যাত্রীদের বিমান থেকে সরিয়ে টার্মিনাল বিল্ডিংয়ে স্থানান্তর করা হয়। গুরুতরভাবে কেউ আহত হয়নি বলে জানা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

মাস্কাটে এয়ার ইন্ডিয়ার একজন কর্মকর্তা মাস্কাট ডেইলিকে জানিয়েছেন, কেউ গুরুতরভাবে আহত হয়নি, যদিও ১৩-১৪ জন যাত্রী খুব সামান্য আঘাত পেয়েছেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে এই ঘটনা ঘটে। বুধবার স্থানীয় সময় রাত ৯ টা ২০ মিনিটে কোচিতে যাত্রীদের জন্য একটি বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, রানওয়েতে অন্য একটি বিমানের পাইলট এয়ার ইন্ডিয়ার একটি ইঞ্জিনে আগুনের ধোঁয়া দেখতে পেলে সেটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পাইলটকে জানানো হয়। এরপরে এটিকে উপসাগরে ফেরত পাঠানো হয় এবং এর যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। 

ভারতের বেসামরিক বিমান চলাচল মহাপরিচালক অরুণ কুমার বলেছেন, 'আমরা এই ঘটনার তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেব।'

ইত্তেফাক/ডিএস/এসএস