‘বিউটি সার্কাস’ এর মুক্তির সাত দিন আগে প্রকাশ পেল চিরকুট ব্যান্ডের সংগীত আয়োজনে এ চলচ্চিত্রের প্রথম গান ‘বয়ে যাও নক্ষত্র’। ব্যান্ড চিরকুট-এর নিবেদনে গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন শারমিন সুলতানা সুমি। সংগীতায়োজন করেছেন পাভেল আরিন।
ব্যান্ডের ভোকাল শারমিন সুলতানা সুমির গাওয়া গানটি বৃহস্পতিবার রাতে প্রকাশিত হয়েছে ফেইসবুকে।
আগামী ২৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ‘বিউটি সার্কাস’। মাহমুদ দিদার পরিচালিত সরকারি অনুদানের এই চলচ্চিত্রে জয়া আহসান সেজেছেন সার্কাসকন্যা ‘বিউটি’ রূপে।
গানের ভিডিও চিত্রে দেখা গেছে চলচ্চিত্রে অভিনীত জয়া আহসান, ফেরদৌস, এবিএম সুমনের মন উড়িয়ে নেওয়া সব রোমান্টিক দৃশ্য।
গানটি প্রসঙ্গে চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমি বলেন, গানটি সাড়ে তিন বছর আগে লেখা। নির্মাতা মাহমুদ দিদার হয়তো এমন একটি গানই চেয়েছিলেন আমাদের কাছে। আমরা চিরকুট এর আগে বেশকিছু চলচ্চিত্রের জন্য গান করেছি। প্রতিটি গানেই চেষ্টা করেছি সুবিচার করতে। এই গানটি আমাদের বেশ পছন্দ হয়ে গেছে। আশা করছি শ্রোতারাও গানটি শুনবেন এবং চলচ্চিত্রটি উপভোগ করতে সিনেমা হলে যাবেন।
সরকারের অনুদান প্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় বসুন্ধরা গুঁড়া মশলা নিবেদিত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৩ সেপ্টেম্বর।