হৃদরোগ জটিলতায় বীর মুক্তিযোদ্ধা ও সিরাজগঞ্জের কমান্ডার উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কামান্ডার মো. আব্দুস ছাত্তার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাত ৮টায় ঢাকার হৃদরোগ ইন্সটিটিউটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকালে তার মরদেহ গাড়িযোগে গ্রামের বাড়ি কামারখন্দ উপজেলায় নেওয়া হয়। পরে সকাল ৯টায় উল্লাপাড়া উপজেলার কাওয়াক থানা স্বাস্থ্য কমপ্লেক্সে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এসময় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার, উল্লাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জল হোসেন, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, উল্লাপাড়ার ওসি নজরুল ইসলামসহ স্থানীয়রা।
আব্দুস ছাত্তারের দ্বিতীয় নামাজের জানাজা তার গ্রামের বাড়ি কামারখন্দ উপজেলার রসুলপুর গ্রামে বাদ জোহর অনুষ্ঠিত হবে। এরপর তাকে রসুলপুর পশ্চিমপাড়ার কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হবে।
আব্দুস ছাত্তার মহান মুক্তিযুদ্ধে সাত নম্বর সেক্টরের অধীন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বাংলাদেশ পুলিশের একজন সফল কর্মকর্তা হিসেবে অবসর গ্রহণ করেন তিনি।