শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সরকার সবার স্বাধীনভাবে ধর্ম পালনের নিশ্চয়তা দিচ্ছে: নিক্সন চৌধুরী

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫৪

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘শেখ হাসিনার সরকার সব ধর্মের মানুষের স্বাধীনভাবে ধর্ম পালনের নিশ্চয়তা দিচ্ছে। যার যার ধর্ম সেই পালন করবে। এতে কোন বাধা নেই।’ রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের সদরপুরের বাইশরশি নিন্দানন্দ সেবা আশ্রমের নির্মাণ কাজের উদ্বোধনকালে এ কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, ‘বর্তমান শেখ হাসিনার সরকার ক্ষমতায় আছে বলে দেশে ধর্ম পালনে কারও বাধা নেই। আগামীতে দলমত নির্বিশেষে স্বাধীনভাবে ধর্ম পালনে শেখ হাসিনার সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। এজন্য সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে উন্নয়ন ও দেশের দেশের স্বার্থে কাজ করে যেতে হবে।’

নিক্সন চৌধুরী নিজ তহবিল থেকে সেবা আশ্রমের ভবন নির্মাণ কাজে ৫ লাখ টাকা প্রদান করেন। সেবা আশ্রমের সভাপতি প্রদীপ কুমার সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন-সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর ইউনয়ন চেয়ারম্যান কাজী জাফর, সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল, নুরুল্লাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ শাহীন আলম শাহাবুরসহ হিন্দু সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা।

এরপর আকোটেরচর একটি ফুটবল ফাইনাল পুরস্কার বিতরণ করেন মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

ইত্তেফাক/এএএম