বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

চীন বন্দী শিবিরে উইঘুরদের দুর্ভোগ নিয়ে বই প্রকাশ

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৬:২৭

চীন কমিউনিস্ট পার্টির (সিসিপি) শাসনে চীনে উইঘুরদের অবস্থা খুবই খারাপ হয়েছে। ক্রমাগত এই দুর্ভোগ বাড়ছে। বন্দিশিবির থেকে পালিয়ে আসা দুই উইঘুর পুরুষ সিদ্ধান্ত নিয়েছিল তাদের অভিজ্ঞতা লেখার।

চীনে বসবাসরত উইঘুরদের ওপর দমন পীড়ন সম্পর্কে বিশ্ববাসীকে জানানোর জন্যই এই বই প্রকাশ করেছে বলে জানিয়েছেন তারা। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দুই উইঘুর যুবককে বন্দি শিবিরে থাকতে বাধ্য করা হয়েছিল
প্রতিবেদনে বলা হয়, বইটির নাম 'দ্য ব্যাকস্ট্রিটস'। ২০১৮ সালে পেরহাট তুরসুন ও ড্যারেন বাইলার নামে দুই উইঘুর যুবককে বন্দি শিবিরে থাকতে বাধ্য করা হয়েছিল। বন্দিশিবির থেকে বের হওয়ার পর দেশের জাতিগত সংখ্যালঘুদের উপর নিপীড়ন এবং তাদের দুর্দশার কথা তুলে ধরতে তারা বইটি প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্রে অবস্থিত বিশিষ্ট উইঘুর কবি তাহির হামুত ইজগিল বলেন, 'বইটি পেরহাটের অভ্যন্তরীণ জগতকে বর্ণনা করে'।

 

ইত্তেফাক/এসসি