অপেক্ষার প্রহর গোনা শেষ। কিছুক্ষন পরেই অধরা সাফের শিরোপা জেতার লক্ষ্যে নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় বিকাল সোয়া ৫টায় শিরোপার লড়াইয়ে নামছে দুই দল। এর আগে ২০১৬ সালের শিলিগুড়ির সাফে ফাইনালে উঠেও শিরোপা ছুঁয়ে দেখা হয়নি সাবিনাদের। সেবার স্বপ্নভঙ্গ ভারতের কাছে। এবার সামনে বাঁধা স্বাগতিক নেপাল। তারাও এর আগে চারবারত ফাইনাল খেলে একবারও শিরোপা হাতে তোলেনি। দুই দলের সামনেই দক্ষিণ এশিয়ার সেরার মুকুট মাথায় তোলার সুযোগ।
এবারের টুর্নামেন্টের আগের কোনো ম্যাচই দেখা যায়নি বাংলাদশের কোনো টেলিভিশন চ্যানেলে। তবে পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত খেলে ফাইনালে উঠেছে বাংলার বাঘিনীরা। তাদের সামনে নতুন ইতিহাস গড়ার হাতছানি। এবার বাংলাদেশের মানুষকেও সেই ইতিহাসের সাক্ষী করতে বেসরকারি টেলিভিশন চ্যানেল টি-স্পোর্টস সাবিনা-সানজিদাদের ফাইনাল ম্যাচটি সরাসরি সম্প্রচারের কথা জানিয়েছে।
আজ বিকাল সোয়া পাঁচটা থেকে টি-স্পোর্টসের পর্দায় বাংলার মেয়েদের ফাইনালের লড়াই উপভোগ করতে পারবে বাংলাদেশের আপামর জনতা। তবে টি-স্পোর্টসের ডিজিটাল প্ল্যাটফর্মে খেলাটি দেখা যাবে কি না, বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি।
এছাড়া শুরু থেকে টুর্নামেন্টের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করে আসছিলো যুক্তরাজ্যভিত্তিক ব্রডকাস্টার ইলেভেনস্পোর্টস ডটকম। আজকের ফাইনালেও খেলা দেখা যাবে এই ওয়েবসাইটেও।
দুই দলের সামনেই আজ ইতিহাস সৃষ্টির হাতছানি। স্বাগতিক দর্শকদের সমর্থনে কিছুটা এগিয়ে থাকার কথা হিমালয় কণ্যাদেরই। কিন্তু তাই বলে লড়াইয়ের ময়দানে ছেড়ে কথা বলবে না বাংলার মেয়েরাও। তাদের কন্ঠেও দেশকে কিছু একটা দেওয়ার তাড়না। অন্ধকার কাটিয়ে বাংলার ফুটবলে আলো আনার কারিগর অদম্য মেয়েরা আজ মাঠে নামবে লাল-সবুজের ফুটবলের গৌরবটাকে বিশ্বমঞ্চে ছড়িয়ে দিতেই।