শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মিথিলার প্রজেক্টে ভিলেন আগুন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ২০:৫৬

গানের মানুষ হিসেবেই বেশি পরিচিত দেশের জনপ্রিয় তারকা আগুন। তবে সিনেমা, নাটকে কাজ করে দর্শকের মন জয় করেছেন তিনি। এবার তাকে দেখা যাবে একটি ওটিটি প্লাটফর্মের সিরিজে। প্রথমবার খল চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন আগুন। এতে তার সঙ্গে দেখা যাবে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে।

বিষয়টি নিশ্চিত করে আগুন বলেন, ‘সিরিজটি নিয়ে এখনই বিস্তারিত বলতে চাই না। তবে একটি ব্যতিক্রমী কাজ আমি করেছি, এটা জানাতে পারি। দেশীয় একটি ওটিটিতে দেখা যাবে সিরিজটি।’

খল চরিত্রে কাজ করা নিয়ে বলেন, ‘পর্দায় স্মার্ট ভিলেনরা সবসময়ই বাজিমাত করেছেন। দর্শক একজন হিরোকে যেমন স্মার্টলি দেখতে চায় একজন এন্টি হিরোকেও সেভাবে দেখতে চায়। সে চাহিদা থেকে আমার চরিত্রটি সবাই উপভোগ করবেন বলেই আমার বিশ্বাস। খুব এনজয় করেছি স্মার্ট খল চরিত্রটিতে কাজ করতে গিয়ে।’

খল চরিত্রে কাজের অভিজ্ঞতা জানিয়ে আগুন আরও বলেন, ‘হুমায়ুন ফরীদি চাচা একটা কথা বলতেন, নায়ক করতে পারে না এমন অনেক কিছু ভিলেন হলে তুমি করতে পারবে। যেমন একজন নায়ক কখনও নিজের মাকে লাথি মারতে পারে না। দর্শক এটা মানবে না। ভিলেন সেই সুযোগটা পায়। যেহেতু চরিত্রটি মন্দ হয়, তাই এমন জঘন্য দৃশ্যে তার প্রতি দর্শকের রিঅ্যাক্টও হয় অনেক বেশি। আর একজন অভিনেতা হিসেবে দর্শকের মন ছুঁয়ে যাওয়াটাই সবার লক্ষ্য।’

ইত্তেফাক/বিএএফ