ওরা অদম্য, ওরা সাহসী। হিমালয়ের দেশে গিয়ে হিমালয়সম সাহস দেখিয়েই দক্ষিণ এশিয়ার রানির মুকুট ছিনিয়ে এনেছে ওরা। সাবিনা-সানজিদাদের গল্পটা আপনাদের কম বেশি সবারই জানা। হাটি হাটি পা পা করে চলতে শুরু করা এই মেয়েরাই লাল সবুজের ফুটবলে এনেছে নতুন ভোর। ১৯ বছরের অপেক্ষা পেরিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় তুলেছে বাংলাদেশে।