বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

অন্তর্জালে কলরবের নতুন গান

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ২১:২৬

শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের নতুন গান প্রকাশ পেলো। এতে কণ্ঠ দিয়েছেন কলরবের সালমান সাদী। প্রকাশিত নতুন সংগীতের কথা লিখেছেন ইয়াসিন রুবেল। সুর করেছেন মুহাম্মাদ বদরুজ্জামান।

হলিটিউনের ইউটিউব চ্যানেলে রিলিজ হয়েছে কলরবের নতুন এই গান, যার শিরোনাম "মিস্টার চাপাবাজ"। এতে অভিনয় করেছেন আবু বকর কাজি, মোহাম্মদ ফতিক এবং দিপু।

২০১৪ সালে কলরবে যোগ দেন সালমান সাদী। তিনি কুমিল্লার দাউদকান্দি থানার মালিগাঁও গ্রামে জন্ম গ্রহণ করেন। ২০১৯ সালে মাদরাসা দারুল উলূম সানারপাড় থেকে দাওরায়ে হাদিস শেষ করেন তিনি।

"মিস্টার চাপাবাজ" ছাড়াও কলরবের ব্যানারে তার ছয়টি একক সঙ্গীত এবং তাওহিদ জামিলের সাথে দু'টি ডুয়েট সঙ্গীত রয়েছে। একক সঙ্গীতের তালিকায় "ঐ চাঁদ সূরুজ আর তারকা রাজি", "পৃথিবীতে আর কেহ নেই তোমার মত মা", "ভালোবাসা কই", "বারে বারে মনে হয়", "আমার জীবন আমার মরণ", "বনের জলে ভাসলো যে ঘরে'র মত চমৎকার সব সঙ্গীত রয়েছে। "মুহাম্মাদ রাসূল", "হৃদয়ের পাতায় তোমারি ছবি" এই দু'টি নাশিদ তাওহীদ জামিলের সাথে ডুয়েট গেয়েছেন সালমান।

ইত্তেফাক/জেডএইচডি

এ সম্পর্কিত আরও পড়ুন