শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

দেশে এসে দেখলাম এলাহি কাণ্ড : সানজিদা

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩২

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জিতে রাজসিক প্রত্যাবর্তন ঘটে বাংলাদেশ নারী ফুটবল দলের। বুধবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১ টা ৪৫ মিনিটে হযরত শাহ্ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছায় তারা। এরপর সেখান থেকে ছাদ খোলা বাসে প্রায় ৫ ঘন্টার যাত্রা শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে পৌঁছালে তাদের বরণ করে নেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। এরপর বাফুফের কনফারেন্স রুমে শুরু হয় সংবাদ সম্মেলন। 

তবে এর মাঝে ফুটবলাররা গণমাধ্যমকে বিচ্ছিন্নভাবে জানতে থাকেন নিজেদের প্রতিক্রিয়া। 

ফাইনালের আগে স্ট্যাটাস দেয়া ফুটবলার সানজিদাও জানান নিজের প্রতিক্রিয়া। তিনি বলেন, ‘আমরা একটা অর্জন করেছি। দেশে এসে দেখলাম এলাহি কাণ্ড। দেশের মানুষ আমাদের এতটাই ভালোবাসে, তা আমরা কল্পনাও করতে পারিনি। আমরা চেষ্টা করবো এই ভালবাসার মূল্য সবসময় দেওয়ার।’

ইত্তেফাক/জেডএইচ/ইআ