রোববার, ০২ এপ্রিল ২০২৩, ১৯ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ইবিতে অর্ধশতাধিক স্বেচ্ছাসেবীর পরিচ্ছন্নতা অভিযান

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ১৯:৪৪

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বিশ্ববিদ্যালয়ের অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে ৪ ঘণ্টার 'তারুণ্যে’র আশ্বাস, পরিচ্ছন্ন ক্যাম্পাস’ এ স্লোগানে পরিচ্ছন্নতা অভিযান চালান সংগঠনটির অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী।

তারুণ্যের সভাপতি আশিফা ইসরাত জুই এবং সাধারণ সম্পাদক তরিকুল ইসলামের নেতৃত্বে তারা ১০টি দলে ভাগ হয়ে এ কার্যক্রম পরিচালনা করেন। তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, শহীদ মিনার ও স্মৃতিসৌধ এলাকা, ডায়না চত্বর, ঝাল চত্বরসহ পুরো ক্যাম্পাস থেকে পলিথিন, প্লাস্টিক প্রভৃতি ময়লা আবর্জনা সংগ্রহ করেন।

১০টি দলে ভাগ হয়ে এ কার্যক্রম পরিচালনা করা হয়

অভিযান শেষে প্রায় ৯০ বস্তা আবর্জনা সংগ্রহ করে তা নির্দিষ্ট স্থানে ফেলা হয়। এসময় সংগঠনটির সাবেক সভাপতি মোঃ সাকির হোসেন উপস্থিত ছিলেন।

তারুণ্যে’র সভাপতি আশিফা ইসরাত জুই বলেন, আসলে সবুজে ভরপুর সুন্দর ক্যাম্পাসের সৌন্দর্য যেমনভাবে আমাদের চোখকে প্রশান্তি দেয় তেমনিভাবে ক্যাম্পাস অপরিষ্কার থাকলে সেটা চোখের পীড়ার কারণ হয়ে দাঁড়ায়। আমরা চাই ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হবে বাংলাদেশের অন্যতম পরিচ্ছন্ন ক্যাম্পাস। সে লক্ষ্যেই তারুণ্য’র স্বেচ্ছাসেবকরা ক্যাম্পাস পরিষ্কারের উদ্দেশ্যে কাজ করেছে। ভবিষ্যতে ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে আমরা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।  

ইত্তেফাক/এসসি